আরব সাগরে ১৩ হাজার কোটি টাকার মাদক জব্দ করলো পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে ১৩ হাজার কোটি টাকার মাদক জব্দ করলো পাকিস্তান নৌবাহিনী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুইটি পৃথক অভিযানে প্রায় ৯৭২ মিলিয়ন ডলারের (১৩ হাজার কোটি টাকা) মূল্যমানের নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করেছে। এই অভিযানগুলো সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (CMF)-এর অংশ হিসেবে পরিচালিত হয়েছে। বুধবার CMF এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ধাও (চলন্ত জাহাজ) আটক করে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।

প্রথম ধাওতে নৌবাহিনী ২ টন “ক্রিস্টাল মেথামফেটামিন (ICE)” জব্দ করেছে, যার বাজারমূল্য প্রায় ৮২২.৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় ধাওতে কমপক্ষে ৩৫০ কেজি ICE এবং ৫০ কেজি কোকেইন জব্দ করা হয়েছে, যার প্রায় ১৪০ মিলিয়ন ডলার এবং ১০ মিলিয়ন ডলার বাজারমূল্য ধরা হয়েছে। CMF বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজগুলোর কোনো জাতীয়তা শনাক্ত করা যায়নি।

এই অভিযান সরাসরি সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সহায়তায় পরিচালিত হয়েছে। CMF-এর টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি নৌবাহিনীর কমোডোর ফাহাদ আলজোয়াদ বলেন, “এই অভিযান CMF-এর ইতিহাসে অন্যতম সফল মাদক জব্দের ঘটনা। এটি বহুজাতিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।”

CMF হলো ৪৭ দেশের নৌবাহিনীর অংশীদারিত্ব, যা বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথসহ ৩.২ মিলিয়ন বর্গমাইল (প্রায় ৮২৯ মিলিয়ন হেক্টর) জলরাশি তদারকি করে চোরাচালান প্রতিরোধে কাজ করে। পাকিস্তান নৌবাহিনীও এক পৃথক বিবৃতিতে উল্লেখ করেছে যে, এই সাফল্য অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রপথে অবৈধ চোরাচালানের বিরুদ্ধে পাকিস্তানের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ