একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

হারারে টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এই জয়ে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলটি দুই ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে জয় লাভ করে। প্রথম ইনিংসে আফগানিস্তানকে মাত্র ১২৭ রানে অলআউট করার পর শক্ত অবস্থান গড়ে নেয় জিম্বাবুয়ে।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া আফগান ব্যাটাররা শুরু থেকেই জিম্বাবুয়ের বোলিং আক্রমণের সামনে সংগ্রাম করে। ওপেনার ইব্রাহিম জাদরান ১৯, আব্দুল মালিক ৩০ ও রহমানুল্লাহ গুরবাজ ৩৭ রান করলেও দলের ইনিংস বড় হতে পারেনি। জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্স প্রথম ইনিংসে দারুণ বোলিং করে ৫ উইকেট তুলে নেন, আর ব্লেসিং মুজুরাবানি সহায়তা করেন ৩ উইকেট নিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে বেন কারেনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। ২৫৬ বল মোকাবিলা করে ১৫টি চারের সাহায্যে ১২১ রান করেন কারেন, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। নিক ওয়েলস ৪৯ রানে আউট হলেও সিকান্দার রাজা ৮৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সাতটি চারের শটে। শেষদিকে ব্রাড ইভান্স ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় লিড এনে দেন। আফগান বোলারদের মধ্যে জিয়াউর রহমান শারিফি ছিলেন সবচেয়ে সফল, তিনি একাই ৭ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ব্যাট করতে নেমে আবারও জিম্বাবুয়ের বোলারদের সামনে নড়বড়ে হয়ে পড়ে। ইব্রাহিম জাদরান ৪২ ও বাহির শাহ ৩২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা টিকতে পারেননি। রিচার্ড এনগ্রাভা ৫ উইকেট নিয়ে ইনিংস ধসিয়ে দেন, আর মুজুরাবানি তুলে নেন ৩ উইকেট। ফলে আফগানরা ১৫৯ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারে। তিন দিনের মধ্যেই ম্যাচ ও সিরিজ শেষ করে জিম্বাবুয়ে তুলে নেয় দারুণ এক ঐতিহাসিক জয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ