স্বল্পমূল্যে গরুর মাংস আমদানির ব্যাপারে কি বললেন উপদেষ্টা ফরিদা আখতার?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চায় না সরকার, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অনেক দেশ বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিচ্ছে, কিন্তু এতে দেশের খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই সরকার এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আমরা কেন মাংস আমদানি করবো? বরং দেশেই উৎপাদন খরচ কমিয়ে নিজেদের চাহিদা পূরণে কাজ করবো।” তিনি জানান, মাংস ও ডিমের দাম কমানোর জন্য সরকার আমদানির পথে নয়, বরং উৎপাদন ব্যয় হ্রাসের কৌশলে অগ্রসর হচ্ছে।
ফরিদা আখতার গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ কমিয়ে আনার সমালোচনা করেন। তিনি জানান, গবেষণার বাজেট ৫ কোটি টাকা থেকে কমিয়ে ৩ কোটিতে নামানো হয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর। তাঁর মতে, গবেষণায় বিনিয়োগ না বাড়ালে নতুন উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
‘ওয়ান হেলথ’ ধারণার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, প্রাণীর রোগ মানুষের মধ্যেও ছড়াতে পারে, আবার মানুষের রোগ প্রাণীর মধ্যেও সংক্রমিত হতে পারে। তাই মানুষ ও প্রাণীর পারস্পরিক স্বাস্থ্য রক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তিনি প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনা ও দেশীয় জাত সংরক্ষণে আরও গবেষণার পরামর্শ দেন।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, উন্নত দেশগুলো নিজেদের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে না এনে উন্নয়নশীল দেশের গবাদিপশুর ওপর দায় চাপাচ্ছে, যা অন্যায্য।
অনুষ্ঠানে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।