টঙ্গীতে খতিব নিখোঁজ, একের পর এক হুমকি চিঠিতে আতঙ্ক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনীর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মহিব্বুল্লাহ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) রাতের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা যায়, গত চার মাস ধরে তাকে একাধিকবার হুমকিপূর্ণ চিঠি পাঠানো হয়েছিল, যার সর্বশেষটি পাওয়ার পর তিনি গভীর উদ্বেগে ছিলেন।
অভিযোগ অনুযায়ী, মাওলানা মহিব্বুল্লাহ সাম্প্রতিক এক খুতবায় কোনো দল বা মতের পক্ষে কথা না বলে কেবল মুসলিম নারীদের সামাজিক সতর্কতা ও পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। এর পর থেকেই অজ্ঞাতনামা একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং একের পর এক হুমকি চিঠি দেয়। ওই চিঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভয়ভীতি ও আর্থিক প্রলোভনের কথাও উল্লেখ ছিল বলে জানা গেছে।
ঘটনার পর সামাজিক সংগঠন Protect Our Sisters BD অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত শুরু করে এবং গত ১৮ অক্টোবর খতিব সাহেবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে। তিনি জানান, মসজিদ কমিটি ঘটনাটি দেখছে বলে কিছুদিন অপেক্ষা করতে বলেন। কিন্তু গত মঙ্গলবার রাতে আবারও নতুন একটি চিঠি মসজিদে পৌঁছায়, যেখানে এবার সরাসরি তাকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরদিন সকালে ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে আর ফেরেননি তিনি। তার ফোন প্রথম দিকে চালু থাকলেও পরবর্তীতে বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, পূর্বের হুমকিগুলোর সূত্র ধরেই অজ্ঞাতনামা গোষ্ঠী তাকে অপহরণ করেছে।
Protect Our Sisters BD প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “খতিব সাহেব বা তার পরিবারের কারও ক্ষতি হলে প্রশাসনকেই দায় নিতে হবে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।