পঞ্চগড়ে গাছে বাঁধা অবস্থায় গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ উদ্ধার

পঞ্চগড়ে গাছে বাঁধা অবস্থায় গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ উদ্ধার
ছবির ক্যাপশান, পঞ্চগড়ে গাছে বাঁধা অবস্থায় গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় গাজীপুরের ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে একটি গাছের সঙ্গে সিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এলাকাবাসী তাঁকে দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, উদ্ধারকালে মাওলানা মহিব্বুল্লাহ অচেতন অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁকে ওই স্থানে বেঁধে ফেলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে এখনো তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল রাখতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, সকালে কিছু মানুষ বাজারে গেলে গাছের নিচে এক ব্যক্তিকে সিকলবন্দি অবস্থায় দেখতে পান। পরে তাঁকে কাছ থেকে দেখে শনাক্ত করা হয় গাজীপুরের ধর্মীয় বক্তা মাওলানা মহিব্বুল্লাহ হিসেবে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, খবরে ধর্মীয় ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মহিব্বুল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ঘটনাটির পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে তাঁকে এমন অবস্থায় ফেলে রাখা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আশপাশের এলাকার লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। খুব শিগগিরই সত্য উদঘাটন হবে।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ