“১৯৪৭ থেকে যত ভুল হয়েছে, সবার কাছে মাফ চাই” : ডা. শফিকুর রহমান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সংগঠনটির কর্মকাণ্ডে সংঘটিত সকল ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর ২০২৫) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে কষ্ট পেয়েছেন, তাদের সকলের কাছে বিনাশর্তে মাফ চাই। এটা গোটা জাতি বা কোনো ব্যক্তি যে-ই হোন না কেন, আমি জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি উল্লেখ করেন, অতীতে দলটির সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী ও এটিএম আজহারও অনুরূপভাবে দুঃখ প্রকাশ করেছেন।
জামায়াত আমির আরও বলেন, “আমরা শতভাগ সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুল হয় এবং তা জাতির ক্ষতি ডেকে আনে, তবে সেই ভুলের জন্য ক্ষমা চাইতে দ্বিধা নেই।” তিনি অভিযোগ করে বলেন, “অনেকে বলে এই ভাষায় মাফ চাইলে হবে না, অন্য ভাষায় চাইতে হবে কিন্তু আমি বিনাশর্তে মাফ চেয়েছি, এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”
এ সময় তিনি সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায়।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।