সিরিজের দ্বিতীয় ম্যাচেও ধুঁকছে ভারত, কোহলির খাতায় আবারও 'শূন্য'

সিরিজের দ্বিতীয় ম্যাচেও ধুঁকছে ভারত, কোহলির খাতায় আবারও 'শূন্য'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আবারও ধুঁকছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া, আর ব্যাট হাতে নেমে ৪০.১ ওভারে ভারত সংগ্রহ করেছে ১৯৯ রান, তাও ৫ উইকেট হারিয়ে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি, মাত্র ১৭ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই তারকা ওপেনার শুভমান গিল ও বিরাট কোহলি।

শুভমান গিল কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ৯ রান করলেও, জেভিয়ার বার্টলেটের শিকারে পরিণত হন তিনি। একই ওভারেই মাত্র চার বল খেলে শূন্য রানে বিদায় নেন বিরাট কোহলি, এ নিয়ে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে রানশূন্য থাকলেন ভারতের ব্যাটিং নির্ভরতার প্রতীক। এই ব্যর্থতা ভারতীয় দর্শকদের হতাশ করেছে এবং দলের ওপরও চাপ বাড়িয়েছে।

তবে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার মিলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। দু’জন মিলে গড়েন ১১৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। রোহিত ৯৭ বলে ৭৩ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে শ্রেয়াস আইয়ার খেলেন ৭৭ বলে ৬১ রানের মূল্যবান ইনিংস। তাঁদের বিদায়ের পর মাঝের ওভারগুলোতে আবারও গতি হারায় ভারতীয় ইনিংস।

শেষ দিকে অক্ষর প্যাটেল কিছুটা লড়াই করেন, ২৯ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। তাঁকে সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর, যিনি ৯ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন। বিশেষ করে হ্যাজলউডের নিখুঁত লাইন-লেংথে ভারতীয় ব্যাটাররা রান তুলতে বেগ পায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ১৯৯/৫, এবং ইনিংসের এখনও বাকি প্রায় ১০ ওভার। সিরিজে টিকে থাকতে হলে শেষ দিকে দ্রুত রান তুলে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর দাঁড় করানোই এখন ভারতের একমাত্র লক্ষ্য।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ