সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের নির্ণায়ক ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, পিচে শুরুতে ব্যাটসম্যানদের জন্য অনুকূল পরিবেশ দেখেই তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আগের দুটি ম্যাচের মতোই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের দলে চারজন স্পিনার ও একজন পেসার রয়েছেন, যা মিরপুরের ধীর ও টার্নিং উইকেটকে মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে। প্রথম ম্যাচে ২০৭ রানের টার্গেট দিয়েও জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ২১৩ রান করার পরও শেষ বলে ক্যাচ মিসের কারণে ম্যাচ টাই হয় এবং সুপার ওভারে ১ রানে হারতে হয় মিরাজের দলকে। ফলে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে, আর আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজজয়ী দল।
ওয়েস্ট ইন্ডিজও দ্বিতীয় ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে। তাদের দলে চারজন নিয়মিত স্পিনারের পাশাপাশি রয়েছেন দুইজন পেসার, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস। উইকেট যদি স্পিন সহায়ক থাকে, তবে আগের ম্যাচের মতোই পার্ট-টাইম স্পিনার আলিস আথানজেকেও বোলিংয়ে দেখা যেতে পারে বলে জানিয়েছেন অধিনায়ক শেই হোপ।
বাংলাদেশের একাদশে আছেন: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশে রয়েছেন: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও খেরি পেরি।
সিরিজের ভাগ্যনির্ধারণী এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে নামছে সমান উদ্দীপনায়। বাংলাদেশ চাইছে ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে, আর ওয়েস্ট ইন্ডিজ চাইছে টানা দ্বিতীয়বারের মতো টাইগারদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।