তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সুপ্রিম কোর্টে চলছে আপিল শুনানি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদনের ওপর তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। এর আগে গত ২১ ও ২২ অক্টোবর প্রথম ও দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
গত ২৭ আগস্ট আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় এবং বিষয়টি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করে। ওই সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনির; রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগ সাময়িক নয়, বরং নির্বাচনকালীন সরকারের টেকসই সমাধান খুঁজছে, যাতে গণতান্ত্রিক ধারায় স্থায়িত্ব আসে।
অ্যাটর্নি জেনারেল জানান, গত দেড় দশকে বিচারহীনতা, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে জনগণ শোষিত হয়েছে। সেই শাসনব্যবস্থার পতনের মধ্য দিয়েই জনগণের ক্ষমতা পুনরুদ্ধার হয়েছে, যা অবজ্ঞা করলে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট এ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের রায় দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যবস্থাটি পুনর্বহালের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথকভাবে রিভিউ আবেদন করেন। বর্তমানে এসব আবেদন একত্রে আপিল বিভাগে শুনানির অধীনে রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।