সাইফ-সৌম্যের শতরানের জুটিতে ১৫.৩ ওভারেই বাংলাদেশের দলীয় শতক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে দলকে শক্ত ভিত উপহার দেন।
১৫.৩ ওভারেই দলীয় শতকের মাইলফলক ছোঁয় বাংলাদেশ। ইনিংসের ১৫.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলের সংগ্রহ ১০৪ রান। সাইফ হাসান ৪৩ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন, যার ইনিংসে রয়েছে ৩টি চার ও ৪টি ছয়। অপর ওপেনার সৌম্য সরকার খেলছেন ৫১ বলে ৫৩ রানের ইনিংস, যেখানে তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। দুই ওপেনারের ব্যাটিং জুটিতে এসেছে ১০০ রানের দারুণ পার্টনারশিপ, যা বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়েছে।
ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা সাইফ ও সৌম্যকে চাপে ফেলতে ব্যর্থ হন। স্পিনার আকেয়াল হোসেন ৪ ওভারে ২৭ রান দিলেও কোনো সাফল্য পাননি। রোস্টন চেজের ৪ ওভারে এসেছে ৩৩ রান, যেখানে তিনটি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সবচেয়ে সাশ্রয়ী বোলার হিসেবে খারি পিয়েরে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান।
প্রথম পাওয়ার প্লেতে (০.১–১০ ওভার) বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তোলে ৭৪ রান। এই সময়ে সৌম্য ছিলেন বেশি আক্রমণাত্মক, মাত্র ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। বাংলাদেশের ইনিংসে এখনো টপ অর্ডারের ব্যাটাররা (তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অনকন) অপেক্ষায় রয়েছেন।
মিরপুরের উইকেটে ব্যাটিংবান্ধব কন্ডিশনে বাংলাদেশের এই দারুণ সূচনা সিরিজ জয়ের আশাকে আরও দৃঢ় করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।