লেবানন-সিরিয়া সীমান্তে কেন হামলা, জানালো দখলদার ইসরায়েল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েল জানিয়েছে, তারা লেবানন-সিরিয়া সীমান্তে একটি সামরিক অভিযান চালিয়েছে, যেখানে হিজবুল্লাহর অস্ত্র পরিবহনের পথ লক্ষ্যবস্তু ছিল। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, হামলায় কতজন আহত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
লেবাননের রাজধানী বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, তাদের বিমান বাহিনী লেবানন-সিরিয়া সীমান্তের প্রবেশপথগুলোর ওপর হামলা চালিয়েছে, যা ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা অস্ত্র পাচারের জন্য এ রোড ব্যবহার করত।
সিরিয়ার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, এই হামলা ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
দুই মাসের সংঘাতপূর্ণ লড়াইসহ এক বছরেরও বেশি সময় ধরে চলমান উত্তেজনার পর, গত ২৭ নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাতভর এই হামলায় লেবাননের সীমান্তবর্তী শহর ওয়াদি খালেদের কাছে একটি ‘অননুমোদিত প্রবেশপথ’ বন্ধ হয়ে গেছে এবং কয়েকজন আহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক ওই সংস্থা জানায়, সিরিয়া থেকে লেবাননে চোরাচালানের একটি বহর লক্ষ্য করার পর এই হামলা চালানো হয়, যা সিরিয়ার অভ্যন্তরে একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত।
সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, এ হামলায় বেশ কিছু ভবন ও যানবাহনের মারাত্মক ক্ষতি হয়েছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে , সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে দেশের উত্তর-পূর্বের বেকা উপত্যকা ও হারমেল শহরের ওপর দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানকে নিম্ন উচ্চতায় উড়তে দেখা গেছে।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় দক্ষিণ লেবাননে মোতায়েন থাকবে। তবে ইসরায়েল শুরুতে সেনা প্রত্যাহারের জন্য ৬০ দিনের সময়সীমা চাইলেও পরবর্তীতে তা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এই চুক্তি অনুসারে, হিজবুল্লাহকে লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের অবশিষ্ট সামরিক স্থাপনা গুটিয়ে নিতে হবে এবং তাদের বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নিতে হবে।
সর্বশেষ সময়সীমার ঠিক আগে, ইসরায়েল জানিয়েছে যে তারা সীমান্তের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ীভাবে সেনা মোতায়েন রাখবে।
এই মাসের শুরুতে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা লেবানন-সিরিয়া সীমান্তে হিজবুল্লাহর অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত একটি সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
লেবাননের সরকারি গণমাধ্যম জানায়, জানুয়ারি মাসে ইসরায়েল পূর্ব ও দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার সীমান্তে চোরাচালানের পথসহ হিজবুল্লাহর অবস্থানে আক্রমণ চালিয়েছে।
প্রসঙ্গত , লেবানন ও সিরিয়ার মধ্যে ৩৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার কোনো আনুষ্ঠানিক চিহ্নিত সীমানা নেই।