পাঁচ দফা দাবিতে শনিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাঁচ দফা দাবিতে শনিবার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যেই এ আন্দোলন পরিচালিত হচ্ছে। গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কারের দাবিতে পাঁচ দফা গণদাবি উপস্থাপন করা হয়। একইসঙ্গে তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে শনিবারের এ বিক্ষোভ আয়োজন।
ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি; বর্তমান সরকারের কথিত জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এসব দাবির মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি নতুন ধারা সূচিত হবে। তিনি শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন সফল করতে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।