আজ আত্মপ্রকাশ করলো এনসিপির সহযোগি সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'

আজ আত্মপ্রকাশ করলো এনসিপির সহযোগি সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাংগঠনিক অচলাবস্থা ও নেতৃত্ব সংকট কাটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

এর মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন কাঠামো, নাম ও নেতৃত্ব নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল। ডাকসু নির্বাচনে হতাশাজনক ফলাফল এবং গত বছরের গণঅভ্যুত্থানের পর সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। একপর্যায়ে নেতৃত্ব বিভাজন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংগঠনটি দুর্বল হয়ে পড়ে।

নতুন নাম ‘জাতীয় ছাত্রশক্তি’ নির্ধারণের মধ্য দিয়ে বাগছাস নিজেদের পুনর্গঠনের পথ বেছে নেয়। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের জানান, “গঠনতন্ত্র চূড়ান্ত করে নতুন মিশন ও ভিশন নিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য দায়িত্বশীল রাজনীতি করতে চাই।”

সূত্রে জানা গেছে, নবগঠিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ ১০১ সদস্য থাকবে।

এনসিপির নীতিগত আদর্শে পরিচালিত নতুন এই ছাত্র সংগঠনটি মধ্যপন্থী রাজনীতির ধারায় থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে। আগামি জাতীয় নির্বাচন ও বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ‘জাতীয় ছাত্রশক্তি’ নিজেদের একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ