সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় রমনা থানা থেকে দেশের সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মামলার কোনো আসামি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ কারণে তদন্তে সম্পূর্ণ স্বচ্ছতা ও সততা বজায় রাখতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘটে। সে সময় তার সাবেক স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও সালমান শাহর পরিবার শুরু থেকেই এটি পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করে আসছে। দীর্ঘ সময় ধরে মামলাটি অপমৃত্যু মামলা হিসেবেই তদন্তাধীন ছিল এবং একাধিকবার তদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী এতে আপত্তি জানিয়ে রিভিশনের আবেদন করেন।
গত ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরদিনই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটিতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃতদন্তে নতুন সাক্ষ্য-প্রমাণ যাচাই ও বিশ্লেষণের কাজ চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।