ক্যারিবীয়দের ১৭৯ রানে উড়িয়ে সিরিজ জিতলো টিম টাইগার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। শক্তিশালী বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে ক্যারিবীয় দলকে ১৭৯ রানে হারিয়েছে টাইগাররা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে দলটি দৃঢ় ভিত্তি গড়ে। ৭২ বলে ৮০ রান করেন সাইফ, যার ইনিংসে ছিল ৬টি চার ও সমান সংখ্যক ছক্কা। অপরপ্রান্তে সৌম্য সরকার খেলেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। পরবর্তীতে তৌহিদ হৃদয় ২৮ ও নাজমুল হোসেন শান্ত ৪৪ রান যোগ করে দলের সংগ্রহ বাড়ান। শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৭ ও উইকেটরক্ষক নুরুল হাসানের অপরাজিত ১৬ রানে ইনিংসটি প্রায় তিনশর কাছাকাছি পৌঁছায়।
ক্যারিবীয় বোলারদের মধ্যে আকিল হোসেন ছিলেন সবচেয়ে সফল; তিনি ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া আথানাজে ও মুতির ঝুলিতে যায় দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশি স্পিনারদের সামনে। মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় দলটি। নাসুম আহমেদ ৬ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, পাশাপাশি তানভির ইসলাম ও রিশাদ হোসেনও ২টি করে উইকেট শিকার করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে ১৫ বলে ২৭ রান করেন।
বাংলাদেশের এমন প্রভাবশালী পারফরম্যান্স দলটির প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়েছে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দারুণ সমন্বয় দেখা গেছে মিরাজের নেতৃত্বে, যা আগামীর সিরিজে বড় প্রেরণা হয়ে উঠতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।