ঢাকাবাসীর মাথাপিছু আয় ৬ লাখ ২৪ হাজার টাকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীবাসীর গড় মাথাপিছু আয় দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণে পৌঁছেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অর্থনৈতিক অবস্থার সূচকে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীতে বসবাসকারীদের মাথাপিছু বার্ষিক আয় দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা, যা ডলারে ৫ হাজার ১৬৩ (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। যেখানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের মাধ্যমে প্রাপ্ত এ তথ্যগুলো তুলে ধরে সংগঠনটি।
এই জরিপে রাজধানীর অর্থনৈতিক প্রভাব ও জনমিতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা যায়, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশ আসে ঢাকা থেকে। দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশের উৎস রাজধানী ঢাকা। দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ ঢাকা থেকেই সম্পন্ন হয়।
এছাড়া দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশেরও বেশি মানুষ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ ঘনত্ব।
এই জরিপে অর্থনৈতিক কার্যক্রমের খাতভিত্তিক নিয়ন্ত্রণে নির্দিষ্ট সংখ্যক প্রতিষ্ঠানের আধিপত্য দেখা গেছে। যেমন-
উৎপাদন খাতঃ দেশের মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ৩৬৫টি প্রতিষ্ঠান।
সেবা খাতঃ সেবাখাতে নিয়ন্ত্রণ রয়েছে ২৮৯টি প্রতিষ্ঠানের হাতে।
তৈরি পোশাক-আরএমজিঃ দেশের মোট তৈরি পোশাকের ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ করে ২১৪টি প্রতিষ্ঠান।
ডিসিসিআই-এর জরিপের এই অর্থনৈতিক সূচক পুনরায় প্রমাণ করে দেশের অর্থনৈতিক কার্যকলাপ রাজধানীতেই কেন্দ্রীভূত যা দেশের জন্য সার্বিকভাবে সুখকর নয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।