রংপুরে জামায়াত নেতার অবৈধ বালু ব্যবসা বন্ধ করলেন ইউএনও

রংপুরে জামায়াত নেতার অবৈধ বালু ব্যবসা বন্ধ করলেন ইউএনও
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বালু লুট বন্ধ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মৃধা নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত সুজন মহন্ত (২৭) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতা মোকলেছুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডের চিহ্নিত বালু ব্যবসায়ী হামিদুল রহমান যৌথভাবে তিস্তা নদীর ডান তীরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই হামিদুল রহমান বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন। এবার তিনি জামায়াত নেতা মোকলেছুর রহমানের জমি ব্যবহার করে একই কার্যক্রম পুনরায় শুরু করেন।

অভিযানকালে এলাকাবাসীরা জানান, বালু উত্তোলনের ফলে নদীর পাড় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও প্রায় চল্লিশটি পরিবারের বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য রিপন মিয়া বলেন, “এভাবে বালু তুলতে থাকলে বর্ষায় ভয়াবহ ক্ষতি হবে।”

অভিযুক্ত মোকলেছুর রহমান স্বীকার করেন যে বালু উত্তোলনটি অবৈধ হলেও তিনি “আর দুই-তিন দিন তুললে শেষ হয়ে যাবে” বলে জানান। অপরদিকে হামিদুল রহমান বলেন, “মামলা খেতে খেতে পকেট ফাঁকা হয়ে গেছে, তাই আবার শুরু করেছি।”

ইউএনও মাহমুদুল হাসান মৃধা জানান, অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ