ঢাকার ১০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) মনোনয়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ঢাকার ১০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় নিশ্চিত করেছে দলটি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছেন এবং প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলে অনুমোদন দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, প্রতিটি আসনে প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্ষমতা ও মাঠপর্যায়ের সক্রিয়তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঢাকার সম্ভাব্য প্রার্থীদের তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ এ ইশরাক হোসেন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১০ এ ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা-১২ এ হাবিব উন খান নবী সোহেল, ঢাকা-১৩ এ ববি হাজ্জাজ, ঢাকা-১৪ এ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ এ মামুন হাসান এবং ঢাকা-১৬ এ আমিনুল হককে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া রাজধানীর বাইরেও ধাপে ধাপে প্রার্থী নির্ধারণের কাজ এগিয়ে চলছে। দলের উচ্চপর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০টির বেশি আসনে প্রার্থী নির্ধারিত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে অভ্যন্তরীণ মতভেদ নেই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “যারা এলাকায় সর্বাধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয়, তারাই এবারের মনোনয়ন পাচ্ছেন। প্রতিটি প্রার্থীর গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তি বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে।”
দলের বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও যাচাই-বাছাই প্রক্রিয়া বিএনপির মনোনয়ন ব্যবস্থায় নতুন ধারা আনবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তরুণ ও দক্ষ নেতৃত্বকে এগিয়ে আসার সুযোগ করে দেবে। ফলে আসন্ন নির্বাচনে বিএনপি একটি সুসংগঠিত ও পরিকল্পিত প্রার্থী তালিকা নিয়ে মাঠে নামবে বলে দলীয় মহলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।