বিকেলে মুখোমুখি বাংলাদেশ-ভারত, কারা জিতবে আজকের ম্যাচে?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আজ (রোববার) বিকেলে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে জয় দিয়েই আসর শেষ করার লক্ষ্য নিগার সুলতানাদের। অন্যদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য নকআউট পর্বের আগে জয়ের ধারা অব্যাহত রাখা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এবারের বিশ্বকাপের শুরুটা ছিল বাংলাদেশ দলের জন্য আশাব্যঞ্জক। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। তবে এরপর ধারাবাহিকভাবে পরাজিত হয় দলটি। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলে সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় নিগার সুলতানাদের। বিশেষ করে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি।
৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে। বর্তমানে ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পাকিস্তান। পাশাপাশি, নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়, তবে রান রেটে এগিয়ে থেকে ষষ্ঠ স্থানে ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশের।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ছয়টিতে হেরেছে, একটি জয় ও একটি ম্যাচ টাই করেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে ভারত এগিয়ে, তবে বিশ্বকাপের শেষ ম্যাচে সম্মানজনক বিদায়ের প্রত্যয়ে মাঠে নামছে টাইগ্রেসরা। দলের মনোবল ও লড়াইয়ের মানসিকতা বজায় থাকলে চমক দেখাতে পারে নিগার সুলতানার দল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।