এখন থেকে কাগজ ছাড়াই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

এখন থেকে কাগজ ছাড়াই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে রিটার্ন জমা দিতে করদাতাদের আর কোনো দলিল বা কাগজপত্র আপলোড করতে হবে না। শুধু প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদান করলেই রিটার্ন দাখিল সম্পন্ন হবে। এনবিআরের মতে, এ পদক্ষেপ করদাতাদের সুবিধা ও অংশগ্রহণ বাড়াবে এবং ডিজিটাল কর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।

চলতি ২০২৫–২৬ বর্ষ থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

নতুন ব্যবস্থায় করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে কর কর্মকর্তারা নিরীক্ষার সময় এসব দলিল দেখতে চাইতে পারেন। রিটার্ন দাখিলের সময় বেতন, সিকিউরিটিজের সুদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকর রসিদ, বন্ধকি ঋণের সুদ সনদ, সম্পদ ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র, লভ্যাংশের ওয়ারেন্ট, উৎসে কর কাটার সার্টিফিকেট ইত্যাদি তথ্যের প্রয়োজন হতে পারে। কর রেয়াত পেতে জীবন বিমা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিপিএস বা তহবিল সংক্রান্ত বিনিয়োগের প্রমাণপত্রও গুরুত্বপূর্ণ বলে এনবিআর জানিয়েছে।

সব করদাতা এনবিআরের ওয়েবসাইট https://www.etaxnbr.gov.bd-এ নিবন্ধনের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। নিবন্ধনের জন্য টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর প্রয়োজন হবে। রিটার্ন জমা সম্পন্ন হলে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাবেন।

এছাড়া কর পরিশোধ এখন আরও সহজ হয়েছে। করদাতারা ব্যাংক ট্রান্সফার, কার্ড বা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সহায়তার জন্য এনবিআরের কল সেন্টার ও অনলাইন সাপোর্ট সার্বক্ষণিকভাবে চালু থাকবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ