বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডগ স্কোয়াডসহ যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ‘অপারেশন বনলতা’ নামে এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ট্রেনের লাগেজ বগি থেকে একটি ট্রলি ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, ব্যাগটির ভেতরে আটটি পিস্তল, ১৪টি ম্যাগজিন এবং ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। তবে অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর একটি দল স্বতন্ত্রভাবে এই অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, “আমাদের জানানো হয়েছে এটি ছিল আর্মির নিজস্ব অপারেশন ‘অপারেশন বনলতা’। তবে কত পরিমাণ অস্ত্র বা গুলি উদ্ধার হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য এখনো পাইনি। সেনাবাহিনী থেকে তথ্য পাওয়া গেলে আমরা গণমাধ্যমকে জানাব।”
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আধুনিক ধরনের এবং সেগুলো কীভাবে ট্রেনে আনা হলো তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেসটি ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ট্রেনটি শুক্রবার ছাড়া প্রতিদিন ঢাকায় ও রাজশাহীতে বিরতিহীনভাবে চলাচল করে।
ঘটনার পর ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে এবং ঘটনার বিষয়ে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত তদন্ত চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।