অন্তর্বর্তী সরকারের অধীনেই নতুন পে স্কেল ঘোষণা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পে কমিশন। গেল সপ্তাহে অনুষ্ঠিত এই বৈঠকে অধিকাংশ প্রতিনিধি সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকার বেশি করার প্রস্তাব দিয়েছেন। কমিশন ২০২৬ সালের শুরুতেই নতুন পে স্কেল ঘোষণার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ করছে।
অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত পে কমিশন প্রথম বৈঠক করে গত ১৪ আগস্ট। এরপর ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চারটি ক্যাটাগরিতে, সাধারণ নাগরিক, চাকরিজীবী, প্রতিষ্ঠানপ্রধান এবং অ্যাসোসিয়েশন ও সমিতির, মতামত সংগ্রহ করা হয় অনলাইনে। নির্ধারিত সময়ের কিছু বিলম্বে ২০ অক্টোবর থেকে সংগঠনগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু হয়। কমিশনের সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষ নাগাদ এই মতবিনিময় কার্যক্রম শেষ হবে।
কমিশন সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। এরপর অর্থ বিভাগ ও মন্ত্রীপরিষদ বিভাগ সুপারিশ যাচাই-বাছাই করে গেজেট আকারে প্রকাশ করবে। কমিশনের তিনজন সদস্যই জানিয়েছেন, মেয়াদ ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকলেও তারা ডিসেম্বরের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করার চেষ্টা করছেন। সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল ঘোষণার জন্য আগামী সরকারের অপেক্ষা না করে সুপারিশ পাওয়া মাত্রই কার্যকর প্রক্রিয়া শুরু করা হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনগুলোর নেতারা মনে করছেন, ২০১৫ সালের বিদ্যমান কাঠামো অনুযায়ী বর্তমান বেতন পণ্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের প্রত্যাশা, নতুন প্রস্তাবে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদা, ন্যায্যতা ও বৈষম্য নিরসনের প্রতিফলন ঘটবে। তারা আশা করছেন, পে কমিশনের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।