ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’, ক্যারিবিয়ান অঞ্চলে সতর্কবার্তা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দ্রুত শক্তি সঞ্চয় করে ভয়ংকর রূপ নিয়েছে আটলান্টিক ঘূর্ণিঝড় ‘মেলিসা’। এতে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রসহ উত্তর ক্যারিবিয়ান অঞ্চলে তীব্র ঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ধীরে ধীরে উত্তর-পশ্চিমমুখে অগ্রসরমান ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে ‘ক্যাটাগরি ৪’ মাত্রার শক্তিশালী হারিকেনে পরিণত হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মেলিসা একটি সুস্পষ্ট ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপরই জ্যামাইকা সরকার দ্বীপজুড়ে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করে। এনএইচসি’র পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি জ্যামাইকার দক্ষিণ ও হিস্পানিওলার কিছু এলাকায় প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে। সেখানে ২৫ ইঞ্চি পর্যন্ত এবং দক্ষিণ-পশ্চিম হাইতির টিবুরন উপদ্বীপে ৩৫ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
কিউবা সরকারও শনিবার গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা, গুয়ান্তানামো ও হলগুইন প্রদেশে সতর্কতা জারি করেছে। ইতোমধ্যে হাইতিতে অন্তত তিনজন ও ডোমিনিকান প্রজাতন্ত্রে একজনের মৃত্যু হয়েছে। হাইতিতে একটি দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন এবং বন্যায় সেতু ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রায় ২০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস জনগণকে ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “এই আবহাওয়ার হুমকিকে সবাই গুরুত্ব সহকারে নিন।” দেশটিতে ৬৫০টিরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, মেলিসা আগামী সপ্তাহের শুরুতে জ্যামাইকার উপকূলে আঘাত হানতে পারে। ফলে গোটা ক্যারিবিয়ান অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।