মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবির ক্যাপশান, মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কারিগরি ও প্রকৌশলগত দিক পর্যালোচনার জন্য এই কমিটিতে যুক্ত করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) বিশেষজ্ঞদের। রোববার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে। সদস্য হিসেবে রয়েছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) লাইন-৫-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের উপসচিব আসফিয়া সুলতানা। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেল পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা এক পথচারীর মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪০)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং মেট্রোরেলের নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এদিকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি পরিবারের কেউ কর্মক্ষম ও বেকার থাকলে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ