ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনায় দুই অভিযুক্ত আটক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর মিউজিয়াম থেকে মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্যারিসভিত্তিক পত্রিকা লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিস অঞ্চলের বাসিন্দা। তাদের মধ্যে একজনকে চার্লস ডি গল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার প্রস্তুতিকালে আটক করা হয়।
ঘটনাটি ঘটে গত রোববার সকালে, যখন চার সদস্যের একটি চোরচক্র বিশ্বের অন্যতম বিখ্যাত এই জাদুঘরে প্রবেশ করে। তারা ওয়েল্ডিংয়ের সরঞ্জাম ব্যবহার করে সিন নদীর পাশের দিক থেকে একটি যানচালিত সিঁড়ির মাধ্যমে ভবনের প্রথম তলার গ্রিল কেটে ভেতরে ঢোকে। জানা যায়, মিউজিয়ামটি সকাল ৯টা ৩০ মিনিটে খোলার কিছুক্ষণ পরই তারা অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। এসময় তারা গার্ডদের হুমকি দিয়ে একটি কক্ষ খালি করিয়ে গ্লাস কেটে মূল্যবান রত্ন চুরি করে নেয়। মাত্র চার মিনিটের মধ্যেই চুরির কাজ শেষ করে তারা। এরপর বাইরে অপেক্ষমান দুটি স্কুটারে চড়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই ফরাসি পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ, সাক্ষীর বর্ণনা ও মোবাইল নেটওয়ার্ক বিশ্লেষণের ভিত্তিতে দুই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। তবে বাকি দুইজন এখনো পলাতক রয়েছে। ফ্রান্সের বিচারমন্ত্রী ঘটনাটিকে “নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ব্যর্থতা” বলে অভিহিত করেছেন। তদন্তে জানা যায়, চোররা যে চারটি রুমে প্রবেশ করেছিল, তার একটিতে কোনো কার্যকর সিসি ক্যামেরা ছিল না, যা তাদের পালিয়ে যেতে সহায়তা করে।
চুরির এই ঘটনায় ফ্রান্সজুড়ে জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।