জিটুজি চুক্তিতে দেশে প্রথমবারের মতো এলো যুক্তরাষ্ট্রের গমের জাহাজ
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারিভাবে আমদানি করা গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা 'এমভি নর্স স্ট্রাইড' নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ভিড়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে 'সরকার টু সরকার' (জিটুজি) ভিত্তিতে গম আমদানির কার্যক্রম শুরু হলো। জাহাজটি প্রায় ৫৭ হাজার মেট্রিক টন (৫৬,৯৫৯ মে. টন) গম বহন করছে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) এবং বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এই গম আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। সামগ্রিকভাবে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও, প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার টনের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়। চুক্তি অনুযায়ী, ১০ শতাংশ কমবেশি শর্ত সাপেক্ষে মোট ২ লাখ ৪২ হাজার মেট্রিক টন গম আসবে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চালানের মোট ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। 
উল্লেখ্য, বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা রয়েছে গড়ে ৮০ লাখ টনের বেশি। তবে দেশে উৎপাদন হয় মাত্র ১১ লাখ টন। চাহিদার অবশিষ্ট অংশ পুরোটাই আমদানি করতে হয়। গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশ তার মোট গম আমদানির অর্ধেকের বেশি (৫৪ শতাংশ) করতো রাশিয়া থেকে। এছাড়া ইউক্রেন থেকে ১৪ শতাংশ গম আমদানি করা হয়েছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে গম কেনা হচ্ছে।
গত জুলাইয়ে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী পাঁচ বছর বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন গম আমদানি করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    