ট্রেন থেকে ব্যাগ ভর্তি ভারতীয় অ*স্ত্র উদ্ধার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে ব্যাগ ভর্তি ভারতীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডগ স্কোয়াডসহ যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সকালেই রওনা দেয় এবং বেলা ১১টার দিকে বিমানবন্দর স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর গোপন সংবাদের ভিত্তিতে আর্মির একটি বিশেষ দল ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ট্রেনের লাগেজ বগি থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি রাখা ছিল।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “অভিযানটি পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি টিম। তারা আমাদের জানিয়েছে যে ট্রেন থেকে অস্ত্রভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে কত পরিমাণ অস্ত্র বা গুলি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য জানালে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে জানাবো।”
তবে রেলওয়ে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, উদ্ধারকৃত ব্যাগে অন্তত আটটি পিস্তল, ১৪টি ম্যাগজিন এবং ২৬ রাউন্ড গুলি ছিল। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা সংস্থাগুলো ব্যাগের মালিক ও অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি আধুনিক ও বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে। নিরাপত্তা বাহিনী ধারণা করছে, অস্ত্রগুলো সীমান্ত অঞ্চল থেকে আনা হতে পারে এবং ঢাকায় কোনো বিশেষ গন্তব্যে পৌঁছানোর আগেই তা উদ্ধার করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।