সৌদিতে ৭ দিনে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে ৭ দিনে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার
ছবির ক্যাপশান, সৌদিতে ৭ দিনে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সৌদি আরবে গত সাত দিনে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতির বরাতে গালফ নিউজসহ স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন। অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা।

বর্তমানে সৌদি আরবে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে, যাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ ও ১ হাজার ৫৬০ জন নারী। গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। এ ছাড়া ৩ হাজার ৯৩৯ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ইতোমধ্যে ১৪ হাজার ৩৯ জনকে দেশে পাঠানো হয়েছে।

একই সময় অবৈধভাবে দেশ ত্যাগ বা সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আরও ১ হাজার ৭৩৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইথিওপীয় নাগরিক ৫৪ শতাংশ, ইয়েমেনি ৪৫ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক ১ শতাংশ। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে ২৩ জন স্থানীয় বাসিন্দাকেও গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ