কমিটি গঠনের তিন দিনের মাথায় গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে তারা এ সিদ্ধান্ত জানান। সোমবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটি গঠনের সময় দলের মূলনীতি, যোগ্যতা ও ত্যাগের বিষয় বিবেচনা না করে পক্ষপাতমূলকভাবে পদ বণ্টন করা হয়েছে। এতে পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। তারা অভিযোগ করেন, কমিটি গঠনে বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি পরিলক্ষিত হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
এ বিষয়ে মো. আল আমিন সরদার বলেন, নবঘোষিত কমিটিতে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে দলের ত্যাগী নেতারা অবমূল্যায়িত হয়েছেন। এতে মনক্ষুণ্ন হয়ে ৬৩ সদস্যের মধ্যে ৪৯ জন পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, রোববার সবাই পৃথকভাবে কেন্দ্রীয় কমিটির ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। তবে অনুমোদনের তিন দিনের মধ্যেই কমিটির অধিকাংশ নেতা পদত্যাগ করায় স্থানীয় রাজনীতিতে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।