নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দায়িত্বে থাকবে অন্তর্বর্তী সরকার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সরকার। সোমবার (২৭ অক্টোবর) সরকারের এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো বাধ্যবাধকতা নেই। বরং এসব কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। সরকারের সংস্কার প্রক্রিয়া একটি ধারাবাহিক উদ্যোগ, যা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
গতকাল রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে, যার মধ্যে ১৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, তাই এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে।”
তবে সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, তথ্য উপদেষ্টার উক্ত বক্তব্য মূল প্রক্রিয়ার সময়সূচি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নীতিমালা প্রণয়নসহ প্রশাসনিক পদক্ষেপগুলো নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।