বহু প্রেমের গল্পের পর নারগিস ফাখরির গোপনে বিয়ে সম্পন্ন

বহু প্রেমের গল্পের পর নারগিস ফাখরির গোপনে বিয়ে সম্পন্ন
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বলিউডের প্রাক্তন অভিনেত্রী নারগিস ফাখরি গোপনে বিয়ে করেছেন। খবরটি প্রকাশিত হয়েছে তার বিয়ের প্রায় এক সপ্তাহ পর। জানা গেছে, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে হানিমুন উদযাপনে ব্যস্ত।

নারগিসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বলিউড তারকাদের বিয়ে সাধারণত প্রচুর জাঁকজমকপূর্ণ হয়, কিন্তু নারগিসের ক্ষেত্রে তা দেখা যায়নি। তার বিয়ের খবরও প্রকাশ্যে আসে বেশ কিছুদিন পর, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

নারগিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইজারল্যান্ড থেকে হানিমুনের কিছু ছবি শেয়ার করেছেন। এ ছাড়া টোনি বাগের পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন তিনি। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গে রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

নারগিস ফাখরি বলিউডে ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পান। তবে গত কয়েক বছর ধরে তিনি বলিউড থেকে দূরে রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। একসময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রচারিত হয়। এরপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি, যদিও সেই সময় সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। পরে সম্পর্ক ভেঙে গেলে নারগিস তা স্বীকার করেন।

এবার বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারগিস। তার এই নতুন অধ্যায় শুরু নিয়ে ফ্যানদের মধ্যে উৎসাহ ও কৌতূহল দেখা যাচ্ছে।


সম্পর্কিত নিউজ