জেলা দাবিতে ভৈরবে বিক্ষোভ, ট্রেনে পাথর নিক্ষেপে আতঙ্কে যাত্রীরা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে এই কর্মসূচি চলে। এ সময় ঢাকা-নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নিলে বিক্ষুব্ধরা ট্রেনের দিকে পাথর নিক্ষেপ শুরু করে, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ জানান, অবরোধকারীরা সকাল থেকেই ট্রেন থামিয়ে রেললাইনের ওপর অবস্থান নেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবকে পৃথক জেলা ঘোষণার দাবিতে গত কয়েক মাস ধরেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আগামী মঙ্গলবার মেঘনা নদীতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।