ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় ভারতে ত্রাণ শিবিরে ৫০ হাজার মানুষ

ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় ভারতে ত্রাণ শিবিরে ৫০ হাজার মানুষ
ছবির ক্যাপশান, ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় ভারতে ত্রাণ শিবিরে ৫০ হাজার মানুষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দ্রুত তীব্র আকার ধারণ করেছে। ভারতের পূর্ব ও দক্ষিণ উপকূলে এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে।

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। অন্ধ্র প্রদেশের কাকিনাড়া জেলার উপকূল অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় ৩৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ অবস্থায় দুই রাজ্যের স্কুল ও কলেজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ‘মোন্থা’ আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিনের শেষ দিকে অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বন্যাপ্রবণ শহর চেন্নাইয়ে প্রশাসন বিশেষ সতর্কাবস্থা জারি রেখেছে।

অন্যদিকে, প্রতিবেশী রাজ্য ওড়িশায় জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের জরুরি সেবা সংস্থার সব কর্মকর্তা ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে চালাতে উপকূলীয় অঞ্চলে সেনা ও নৌবাহিনীর সহায়তাও নেওয়া হতে পারে।

উল্লেখ্য, এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে। ১৯৯৯ সালে ওড়িশায় আঘাত হানা এক সুপার সাইক্লোনে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারান যা এখনো ভারতের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্মরণীয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ