আলবেনিয়ার মন্ত্রী 'ডিয়েলা' গর্ভবতী, পেটে রয়েছে '৮৩টি সন্তান'

আলবেনিয়ার মন্ত্রী 'ডিয়েলা' গর্ভবতী, পেটে রয়েছে '৮৩টি সন্তান'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী ‘ডিয়েলা’ নিয়ে আবারও আলোচনায় এসেছে আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, এআই মন্ত্রী ডিয়েলা এখন “গর্ভবতী” এবং তার “পেটে” রয়েছে ৮৩টি সন্তান। রোববার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী রামা মজার ছলে এ মন্তব্য করলেও এর পেছনে রয়েছে প্রযুক্তিগত এক উদ্যোগ। তিনি ব্যাখ্যা করেন, আলবেনিয়ার সংসদে বর্তমানে শাসক সমাজতান্ত্রিক দলের ৮৩ জন সাংসদ আছেন। প্রতিটি সাংসদের কাজ সহজতর করতে ডিয়েলার মডেল অনুসারে তৈরি করা হচ্ছে ৮৩টি নতুন এআই সহকারী। এদের প্রত্যেকটি ডিয়েলার ডাটাবেস ও বুদ্ধিমত্তার ভিত্তিতে গঠিত হবে, যা সংসদীয় কার্যক্রমে সহায়তা দেবে।

রামা জানান, এই এআই সহকারীরা সংসদে চলমান কার্যক্রম, বিতর্ক ও সিদ্ধান্ত পর্যবেক্ষণ করবে এবং অনুপস্থিত সাংসদদের জন্য সারসংক্ষেপ প্রস্তুত করবে। পাশাপাশি, কোনো আলোচনায় কাকে কীভাবে জবাব দিতে হবে, সে সম্পর্কেও পরামর্শ দিতে পারবে তারা। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ৮৩ সন্তান তাদের মায়ের মতোই জ্ঞানী হবে এবং আলবেনিয়ার ডিজিটাল সংসদীয় ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে।”

প্রযুক্তিনির্ভর এই সংসদীয় উদ্যোগের লক্ষ্য হলো সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, তথ্যসমৃদ্ধ ও স্বচ্ছ করা। রামা জানান, ২০২৬ সালের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে এআই সহকারীভিত্তিক ডিজিটাল সংসদ চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে আলবেনিয়া সরকার ডিয়েলাকে দেশের সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়োগ দিয়েছিল। কেবল কোড ও অ্যালগরিদম দ্বারা পরিচালিত এই এআই মন্ত্রী বিশ্বের প্রথম আনুষ্ঠানিক অমানবিক সরকারি কর্মকর্তা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ