আদালত থেকে ফেরার পথে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানে ওঠাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে আদালত চত্বরের সামনের রাস্তায়। এর আগে সকাল ৯টা ১৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালতের বিচারক সাব্বির ফয়েজ পরবর্তী তারিখ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেন।
আদালত থেকে ফেরার সময় পুলিশ সদস্যরা ইনুকে দ্রুত প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে তিনি বলেন, “ধাক্কা দিচ্ছেন কেন?” পুলিশ সদস্য জবাব দেন, “ধাক্কাচ্ছি না।” এরপর ধীরে ধীরে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। সে সময় ইনুর দুহাত পিছমোড়া বাঁধা ছিল।
প্রিজন ভ্যানে উঠে ইনু দাঁড়িয়ে থাকলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য বলেন, “বসতে হবে।” ইনু পাল্টা প্রশ্ন করেন, “কর্তৃপক্ষ কি বলেছেন দাঁড়িয়ে যেতে পারবো না?” পুলিশ উত্তর দেন, “না, পারবেন না।” এসময় ইনু বলেন, “অর্ডার দেখান, খামাখা সিনক্রিয়েট করছেন কেন?” পরে পুলিশ সদস্য সরে গেলে দেখা যায় ইনু লোহার রড ধরে দাঁড়িয়ে আছেন, প্রিজন ভ্যানটি চলন্ত অবস্থায়।
দুদকের মামলায় অভিযোগ আনা হয়েছে, হাসানুল হক ইনু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ বছরের ১৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুন্সা জেবিন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্তে আরও জানা গেছে, ইনুর চারটি ব্যাংক হিসাবে প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।