সৈকত পরিচ্ছন্নতায় প্লাস্টিকের বিনিময়ে চাল-ডাল দিচ্ছে কক্সবাজার প্রশাসন

সৈকত পরিচ্ছন্নতায় প্লাস্টিকের বিনিময়ে চাল-ডাল দিচ্ছে কক্সবাজার প্রশাসন
ছবির ক্যাপশান, সৈকত পরিচ্ছন্নতায় প্লাস্টিকের বিনিময়ে চাল-ডাল দিচ্ছে কক্সবাজার প্রশাসন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কক্সবাজার উপকূলে প্লাস্টিক দূষণ রোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। ‘প্লাস্টিকের বিনিময়ে বাজার’ কর্মসূচির মাধ্যমে উপকূলবর্তী মানুষের কাছ থেকে প্লাস্টিক সংগ্রহ করে বিনিময়ে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ অক্টোবর) সকালে কক্সবাজারের সমিতিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এই কার্যক্রমে প্রায় ৫০০ প্রান্তিক পরিবার ৩.৫ মেট্রিক টন প্লাস্টিক জমা দিয়ে পেয়েছে প্রায় ৩ লাখ টাকার খাদ্যসামগ্রী। নির্ধারিত বিনিময় হার অনুযায়ী ১ কেজি প্লাস্টিকে ৬টি ডিম, ২ কেজিতে ১ কেজি ডাল এবং ৫ কেজি প্লাস্টিকে ১ লিটার তেল দেওয়া হয়। তিন বছরে বিদ্যানন্দ ও জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ইতোমধ্যে ৩ লাখ কেজিরও বেশি প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল করা হয়েছে।

উদ্যোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, প্লাস্টিক সংগ্রহ করে বাজারের সুযোগ পেয়ে তারা যেমন আর্থিকভাবে উপকৃত হচ্ছেন, তেমনি সৈকতও ধীরে ধীরে হচ্ছে পরিচ্ছন্ন। সমিতিপাড়ার ফাতেমা বেগম বলেন, “এক সপ্তাহ ধরে প্লাস্টিক কুড়িয়ে ১১ কেজি জমিয়েছি, তাতে প্রায় ৯০০ টাকার বাজার করেছি। এরকম বাজার হলে সবাই উৎসাহ পাবে সৈকত পরিষ্কার রাখতে।”

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “এই উদ্যোগে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গরিব মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে।” বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন জানান, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় চার মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনার মাধ্যমে এ বছর ২ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার পরিকল্পনা রয়েছে।

এই কার্যক্রম কক্সবাজার উপকূলে পরিবেশ সুরক্ষা ও মানবিক সহায়তার এক সফল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ