ট্রাম্প প্রশাসনে নাইজেরীয় নোবেলজয়ী সোয়িংকার মার্কিন ভিসা বাতিল
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নাইজেরিয়ার লাগোস থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, সাহিত্যে নোবেলজয়ী বিশিষ্ট নাইজেরীয় লেখক ও নাট্যকার ওলে সোয়িংকার মার্কিন ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। আফ্রিকা মহাদেশের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনকারী সোয়িংকা নিজেই মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেন।
আল জাজিরার বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে এক বক্তৃতায় সোয়িংকা স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে প্রাপ্ত একটি নোটিশ পাঠ করে শোনান। নোটিশে তাকে পাসপোর্টসহ কনস্যুলেটে হাজির হওয়ার অনুরোধ জানানো হয়, যাতে তার বর্তমান ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এসময় ল্যাপটপ বন্ধ করে সোয়িংকা রসিকতার ছলে বলেন, “আমি রসবোধসম্পন্ন মানুষ পছন্দ করি, আর এটি আমার দেখা সবচেয়ে রসাত্মক অনুরোধ।”
তিনি আরও যোগ করেন, “আমার হয়ে কেউ কি কনস্যুলেটে যেতে স্বেচ্ছাসেবী হবেন? আমি বেশ ব্যস্ত।”
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে গত বছর যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছিলেন ওলে সোয়িংকা। তবে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় অভিবাসননীতিতে কঠোরতা আরোপ করেন। নীতিগতভাবে প্রশাসনের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তি বা লেখকদের ভিসা ও গ্রিন কার্ড বাতিলের ঘটনাও বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ভিসা বাতিল প্রসঙ্গে সোয়িংকা বলেন, এতে তার কোনো আক্ষেপ নেই, তবে এটি সাহিত্য ও সংস্কৃতি-সম্পর্কিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াবে। তিনি হালকা রসিক ভঙ্গিতে আরও বলেন, “আমি কনস্যুলেটকে আশ্বস্ত করতে চাই, আমি এই ভিসা বাতিলে সম্পূর্ণ পরিতৃপ্ত।” বক্তব্যে তিনি উগান্ডার একনায়ক ইদি আমিনকে নিয়ে লেখা নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “সম্ভবত এবার ট্রাম্পকে নিয়ে নাটক লেখার সময় এসেছে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                    