এভারেস্টে লোবুচেতে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলট অক্ষত
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নেপালের এভারেস্ট অঞ্চলের লোবুচেতে আজ বুধবার সকালে একটি অল্টিচিউড এয়ার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হেলিকপ্টারটি লুকলা থেকে রওনা দিয়েছিলো উদ্ধার তৎপরতার কাজে অংশ নিতে। তবে লোবুচে হেলিপ্যাডে অবতরণের সময় ভারী তুষারপাত ও বরফে滑নের কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সৌভাগ্যবশত বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেন না, এবং পাইলট নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে অল্টিচিউড এয়ার।
নেপালের জনপ্রিয় ইংরেজি দৈনিক The Himalayan Times ও Kathmandu Post জানায়, দুর্ঘটনার পরপরই অন্য একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে নিরাপদে লুকলায় নিয়ে যায়। কোনো অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে এভারেস্ট অঞ্চলে অস্বাভাবিক তুষারপাত ও ঘন কুয়াশার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচলে ব্যাঘাত ঘটছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এভারেস্ট অঞ্চলে প্রতি বছর শত শত ট্রেকার ও উদ্ধারকর্মী যাতায়াত করেন, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ উড়ালপথ হিসেবে বিবেচিত।
 
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                    