নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে বাংলাদেশ পুলিশের যেসব ইউনিট
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নয় মাসের প্রস্তুতি শেষে অবশেষে নতুন পোশাক পরতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরিধান শুরু করবেন। তবে জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের নতুন পোশাক পেতে আরও কিছুটা সময় লাগবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পুলিশ ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে ‘লোহার’ বা আয়রন রঙে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নতুন ইউনিফর্ম হবে জলপাই বা অলিভ রঙের, আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম হবে সোনালি গমের বা ‘গোল্ডেন হুইট’ রঙের। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনীকে নতুন পোশাকে আনার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য নির্ধারিত হয়েছে প্রতিটি বাহিনীর পোশাকের রং ও কাপড়ের মান।
বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মে রঙের পার্থক্য রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার পুরো পুলিশ বাহিনী এক রঙের ইউনিফর্মে একীভূত হবে। এটি বাহিনীর পেশাগত ঐক্য ও পরিচিতি আরও জোরদার করবে বলে মনে করছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান জানিয়েছেন, “নতুন ইউনিফর্ম ১৫ নভেম্বরের মধ্যে দেখা যাবে। যেই রঙের ইউনিফর্ম অনুমোদিত হয়েছিল, সেটিই বাস্তবায়িত হচ্ছে। ডিএমপিসহ সব মেট্রোপলিটন ইউনিট একযোগে নতুন পোশাকে রূপান্তরিত হবে। পরবর্তীতে ধাপে ধাপে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটেও নতুন ইউনিফর্ম বিতরণ করা হবে।”
এদিকে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি আলোচনায় এলেও তাদের নতুন জলপাই রঙের পোশাকের বাস্তবায়ন এখনো শুরু হয়নি। একইভাবে আনসার বাহিনীর জন্য সোনালি গমের রঙ নির্ধারণ করা হলেও সেটিতে সামান্য রঙ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর মনোবল, শৃঙ্খলা ও জনগণের কাছে নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ফলে আসন্ন নভেম্বরেই দেশের পুলিশ বাহিনীতে দেখা যাবে নতুন পোশাকের আধুনিক ও ঐক্যবদ্ধ রূপ, যা একদিকে বাহিনীর ভাবমূর্তি পরিবর্তনের প্রতীক, অন্যদিকে সদস্যদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।