দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ শুরু সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাস প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আব্দুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের পরিচালক মো. মোস্তফা জামিল খান, ‘উদহিয়াহ’ প্রকল্পের প্রতিনিধি আহমেদ আল-জাহরানি এবং উপরাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি।
মানবিক উদ্যোগ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্পটি সৌদি আরবের মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘উদহিয়াহ’ প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। প্রকল্পের আওতায় সৌদি সরকার বাংলাদেশের ৬৪টি জেলায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কোরবানির মাংস বিতরণের জন্য মোট ৪০ হাজার পশুর মাংস পাঠিয়েছে, যার মোট পরিমাণ ৩৭২ টন। এসব মাংস ইতোমধ্যে সরকারি তত্ত্বাবধানে সংশ্লিষ্ট জেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ বলেন, সৌদি সরকার বাংলাদেশসহ বন্ধুপ্রতিম দেশগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে এবং ‘উদহিয়াহ’ প্রকল্প তারই একটি দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে সুখ ও স্বস্তি বয়ে আনবে। উপস্থিত অতিথিরা সৌদি সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত দেন।
‘উদহিয়াহ’ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব প্রতি বছর বিশ্বব্যাপী দাতব্য কার্যক্রম পরিচালনা করে, যার লক্ষ্য হলো কোরবানির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও সামাজিক সহমর্মিতা জোরদার করা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।