ইউক্রেনে ২ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সঃ রুশ গোয়েন্দা সংস্থা

ইউক্রেনে ২ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সঃ রুশ গোয়েন্দা সংস্থা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফ্রান্স ইউক্রেনে প্রায় ২ হাজার সেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবী করেছে রাশিয়া। তুর্কি গণমাধ্যম আনাদোলুর বরাতে জানা যায় মঙ্গলবার (২৮ অক্টোবর) রুশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা (এসভিআর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ দাবি সামনে এনেছে।

এসভিআর দাবী করে, এই সামরিক বাহিনীর মূল অংশটি ফরাসি ফোরেন লিজিয়নের স্টর্মট্রুপার বা আক্রমণ বাহিনী দিয়ে গঠিত হবে। এবং এই সৈন্যদের অধিকাংশই লাতিন আমেরিকার দেশগুলো থেকে এসেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে লিজিয়নের সদস্যরা ইউক্রেন সীমান্তসংলগ্ন পোল্যান্ডের এলাকায় অবস্থান করছে। সেখানে তারা তীব্র যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করছে এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। তাদের শিগগিরই ইউক্রেনের মধ্যাঞ্চলে মোতায়েন করা হবে।

এসভিআর আরো জানিয়েছে, ফ্রান্স সামরিক পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্যখাতেও প্রস্তুতি নিচ্ছে। ফরাসি হাসপাতালগুলো ইতোমধ্যে আহত সেনাদের চিকিৎসার জন্য শত শত অতিরিক্ত শয্যা প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, চিকিৎসকদের মাঠ পর্যায়ের যুদ্ধ পরিস্থিতিতে বিশেষায়িত চিকিৎসা প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তারা বলে, এই তথ্য ফাঁস হয়ে গেলে প্যারিস সম্ভবত দাবি করবে যে, এটি কেবলমাত্র ইউক্রেনে পাঠানো একটি ছোট প্রশিক্ষক দলের বিষয়, যাদের কাজ হবে ইউক্রেনের নবনিযুক্ত সেনাদের প্রশিক্ষণ দেওয়া।


রুশ গোয়েন্দা সংস্থা তাদের বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সরাসরি আক্রমণ করেছে। বিবৃতিতে তারা বলে, "(ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল) ম্যাক্রোঁ নাকি নেপোলিয়নের ‘গৌরবমুকুট’- এর স্বপ্ন দেখেন। তবে ইতিহাস বিষয়ে তার জ্ঞান লজ্জাজনকভাবে অগভীর।"

এসভিআর নেপোলিয়নের রাশিয়া অভিযান সমাপ্তির ঘটনা এবং সুইডেনের রাজা দ্বাদশ চার্লস কীভাবে পোলতাভায় পরাজিত হয়েছিলেন, এই ঐতিহাসিক ঘটনাগুলো উল্লেখ করে ম্যাক্রোঁর সমালোচনা করে। বিবৃতিতে ম্যাক্রোঁকে মহান রুশ ইতিহাসবিদ ভাসিলি ক্লিউচেভস্কির সবিখ্যাত উক্তি ‘ইতিহাস কোনো শিক্ষা দেয় না, এটি কেবল অজ্ঞতাকে শাস্তি দেয়’ মনে রাখার পরামর্শ দিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ