গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতার ভাই গ্রেফতার

গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতার ভাই গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজীপুরের নাওজোড় এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭)। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে অভিযুক্তদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নাওজোড় এলাকায় যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায়। অভিযানে তসলিম সিরাজের বাসায় দেশীয় অস্ত্রের একটি মজুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা এবং ২৭টি নকল ডায়মন্ড। এছাড়া, সেখান থেকে গাঁজাও জব্দ করা হয়েছে। অভিযানের পর যৌথবাহিনী আটক দুইজনকে থানায় সোপর্দ করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, যৌথবাহিনীর অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে অস্পষ্ট তথ্য দিয়েছে বলে জানান ওসি।

স্থানীয়দের মতে, গ্রেফতার হওয়া তসলিম সিরাজ ও তার ছেলে এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। নিরাপত্তা জোরদারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ