১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ ও নিবন্ধনবিহীন মোবাইল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে বন্ধ করতে যাচ্ছে সরকার। কর ফাঁকি রোধ, অপরাধ দমন এবং স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করে সরকার জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত অবৈধ ফোনগুলো বন্ধ করা হবে না; বরং নতুনভাবে অবৈধভাবে আনা বা নিবন্ধনবিহীন ডিভাইসগুলোই বন্ধের আওতায় আসবে।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ বিষয়ক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, এনইআইআর সিস্টেমটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরের মাধ্যমে চুরি যাওয়া বা অবৈধ মোবাইল শনাক্ত ও ব্লক করতে সক্ষম। প্রতিটি ডিভাইসের জন্য ১৫ সংখ্যার স্বতন্ত্র আইএমইআই কোড থাকে, যা এনইআইআরের ডেটাবেজে নিবন্ধিত থাকবে।
এর আগে ২০২১ সালে একই উদ্যোগ নেওয়া হলেও কারিগরি জটিলতা ও বিপুল সংখ্যক অবৈধ ফোন একসঙ্গে বন্ধ করলে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার বিটিআরসি জানিয়েছে, অবৈধ হ্যান্ডসেট আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অনিবন্ধিত ডিভাইসের ব্যবহার বন্ধ এবং দেশীয় উৎপাদকদের সুরক্ষায় এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশে বিক্রি হওয়া মোট মোবাইলের প্রায় ৪০ শতাংশই অবৈধভাবে আমদানি হয়, যার ফলে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর চালু হলে এটি মোবাইলভিত্তিক অপরাধ যেমন এমএফএস জালিয়াতি, সিম প্রতারণা ও ডিজিটাল প্রতারণা দমনে কার্যকর ভূমিকা রাখবে। চুরি যাওয়া বা অপরাধে ব্যবহৃত ডিভাইসও দ্রুত শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, মোবাইল নির্মাতারাই এই সিস্টেমে অর্থায়ন করেছে এবং ব্যবহারকারীদের যথেষ্ট সময় ও নির্দেশনা দেওয়া হবে যাতে কেউ অসুবিধায় না পড়েন।
ব্যবহারকারীরা নতুন ফোন কেনার আগে ‘KYD <স্পেস> [IMEI নম্বর]’ ফরম্যাটে এসএমএস পাঠিয়ে আইএমইআই যাচাই করতে পারবেন। বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধনের জন্য এনইআইআর পোর্টালে পাসপোর্ট, ইমিগ্রেশন স্ট্যাম্প ও ক্রয় রশিদ আপলোড করতে হবে। একইসঙ্গে হারানো বা চুরি হওয়া ফোনও এই সিস্টেমে তাৎক্ষণিকভাবে ব্লক করা যাবে। সরকার আশা করছে, এনইআইআরের পূর্ণ বাস্তবায়নে মোবাইল খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং দেশীয় উৎপাদন শিল্পে নতুন গতি সঞ্চার হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।