স্বামী-সন্তানের অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন শাম্মী আক্তার

স্বামী-সন্তানের অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন শাম্মী আক্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অদম্য ইচ্ছাশক্তি ও পারিবারিক অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন খুলনার শাম্মী আক্তার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এই বছর পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৩.১৮ পেয়ে উত্তীর্ণ হন। দীর্ঘ বিরতির পর জীবনের দ্বিতীয় প্রান্তে এসে শিক্ষাজীবন সম্পন্ন করার এই সফলতা সামাজিকভাবে প্রশংসিত হয়েছে।

১৯৮৮ সালে দশম শ্রেণিতে অধ্যয়নকালে বিয়ের কারণে শাম্মী আক্তারের পড়াশোনা বন্ধ হয়ে যায়। সংসার, সন্তান লালন-পালন ও পারিবারিক দায়িত্বের ভিড়ে শিক্ষার স্বপ্ন যেন থেমে গিয়েছিল। তবে সেই স্বপ্ন পুনরায় জেগে ওঠে ২০১৯ সালে স্বামী ও সন্তানের অনুপ্রেরণায়। প্রথমে খুলনার ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও প্রশাসনিক জটিলতায় কোর্স বন্ধ হয়ে যাওয়ায় তার পড়াশোনায় সাময়িক বিঘ্ন ঘটে। পরবর্তীতে ২০২১ সালে এক শিক্ষকের উৎসাহে তিনি নতুনভাবে পড়াশোনা শুরু করেন।

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করার পর শাম্মী আক্তার উদ্যোক্তা হিসেবে পরিবারের সঙ্গে ছোট ব্যবসা শুরু করেন। গৃহস্থালির কাজ ও ব্যবসার পাশাপাশি তিনি রাতের নির্জনতায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। কোনো প্রাইভেট শিক্ষক ছাড়াই অনলাইন ভিডিও দেখে প্রস্তুতি নেন। তার ভাষায়, “প্রতিদিনের পরিশ্রম ও ধৈর্যই আমাকে আজকের অবস্থানে এনেছে। বয়স কখনো বাধা নয়।”

শাম্মীর স্বামী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাফিজুর রহমান মোল্লা জানান, তিনি সর্বদা স্ত্রীকে সহযোগিতা করেছেন ও উৎসাহ দিয়েছেন শুধু পাস করার লক্ষ্যে নয়, বরং সমাজের কাছে ইতিবাচক উদাহরণ স্থাপনের উদ্দেশ্যে। বড় ছেলে মামুনুর রশীদ বলেন, “আমি পৃথিবীর অল্প কয়েকজন সন্তানের একজন, যার মা জীবনের এই পর্যায়ে এসে এমন অনুপ্রেরণাদায়ক সাফল্য অর্জন করেছেন।” শাম্মী আক্তার জানান, তিনি এখানেই থামছেন না; অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ