ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
প্রাথমিকভাবে সাধারণ জ্বর ভেবে চিকিৎসা নেওয়া হলেও পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ক্রিকেটারের স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। তিনি পোস্টে লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
মাহমুদউল্লাহর অসুস্থতার খবরে ভক্ত-সমর্থকরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                    