খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১ কোটি টাকার পাহাড়ি কাঠ জব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১ কোটি টাকার পাহাড়ি কাঠ জব্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে প্রায় চার হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, সেনা সদস্যরা অভিযানে গেলে টহলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র আরও জানায়, বর্মাছড়িমুখ ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পাচার, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে একটি আঞ্চলিক সংগঠন। তাদের প্রভাব কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে কাঠ পাচার করে আসছিল। সেনাবাহিনীর এই অভিযান অবৈধ কাঠ পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। অবৈধ চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি আঞ্চলিক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা অভিযানের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তারা নিজেদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।

সেনা কর্মকর্তারা বলেন, এসব অপপ্রচার কোনোভাবেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল দুর্বল করতে পারবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ