বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোন বন্ধ হবে কিনা জানুন এখনই

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোন বন্ধ হবে কিনা জানুন এখনই
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশে ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন ব্যবস্থায় শুধুমাত্র বৈধভাবে আমদানি করা, অনুমোদিত ও মানসম্মত মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল থাকতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশের প্রায় ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে সংঘটিত হয়। অবৈধ মোবাইল ফোনের কারণে প্রতিবছর সরকারের রাজস্ব ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। এনইআইআর চালু হলে এই ধরনের অনিয়ম কমানো সম্ভব হবে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পর যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। বৈধ মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হবে। মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে ব্যবহারকারীরা মেসেজ অপশনে গিয়ে লিখবেন “KYD” ও ১৫-অঙ্কের আইএমইআই নম্বর এবং ১৬০০২ নম্বরে পাঠাবেন। ফিরতি এসএমএসে বৈধতা নিশ্চিত হবে।

বিদেশ থেকে নেওয়া বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। তবে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd পোর্টালে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করে ‘Special Registration’ সেকশনে আইএমইআই নম্বর এবং প্রাসঙ্গিক নথি (পাসপোর্ট, ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ, শুল্ক প্রমাণপত্র) আপলোড করতে হবে। বৈধ না হলে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

একজন ব্যক্তি বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য সর্বোচ্চ একটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারবেন। শুল্ক দিয়ে আরও একটি ফোন আনা সম্ভব। ব্যবহৃত হ্যান্ডসেটের অবস্থা জানার জন্য *১৬১৬১# নম্বরে ডায়াল করে আইএমইআই নম্বর পাঠাতে হবে। ব্যবহারকারীরা পোর্টাল বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ