কুমিল্লা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সীমান্ত পিলার নম্বর ২১০৪ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। আদালতের নির্দেশে তারা ভারতের বিভিন্ন কারাগারে শাস্তি ভোগের পর দেশে ফেরত আসেন।
অমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা বলেন, “আজ দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা ১৯ জন বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তাদের নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।”
পতাকা বৈঠকে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহা নেতৃত্ব দেন। অপরদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো. মোস্তফা। বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার বহু মানুষ জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের ঝুঁকি নেন, যা তাদের আইনি জটিলতায় ফেলছে। বিজিবি এ ধরনের অনুপ্রবেশ রোধে স্থানীয়দের সচেতন হতে আহ্বান জানিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।