১ হাজার ৩০০ কোটি টাকা ঘাটতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ১৩ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা) ঘাটতিতে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে আয় বাড়লেও নতুন ঘরোয়া মিডিয়া চুক্তি ও ব্যয় বৃদ্ধির কারণে এই ঘাটতি তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট রাজস্ব দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ মিলিয়ন ডলার বেশি। তবে একই সময়ে ব্যয় বেড়েছে ২৪.১ মিলিয়ন ডলার। এই ব্যয়ের মধ্যে ভারতের বিপক্ষে সিরিজের বিপণন খরচ ও জাতীয় দলের অতিরিক্ত সফরের ব্যয় অন্তর্ভুক্ত ছিল। সদস্য রাজ্যগুলোর মধ্যে বিতরণকৃত অর্থও সামান্য বেড়ে ১২০.৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আর্থিক ঘাটতির বিষয়টি নিয়ে সমালোচনায় মুখে পড়েছে সিএ। ক্রিকেট ভিক্টোরিয়ার চেয়ারম্যান রস হেপবার্ন অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে কোভিড-১৯ ও বিশ্বকাপ রাজস্ব বাদ দিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার হিসাব প্রায় প্রতি বছরই ঘাটতি দেখাচ্ছে। তার মতে, রাজস্ব বৃদ্ধির পরও ব্যয়ের অনিয়ন্ত্রিত বৃদ্ধি সংস্থার আর্থিক ভারসাম্য নষ্ট করছে।
তবে সংস্থাটি আগামী বছরের জন্য আশাবাদী। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ও ভারতের বিপক্ষে হোয়াইট-বল সিরিজ থেকে উল্লেখযোগ্য মুনাফা প্রত্যাশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এসব আয়োজনের মাধ্যমে সংস্থাটি আবার আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের প্রতিযোগিতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সদস্য রাজ্যগুলোর সমর্থন পাওয়া এখন সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                    