ওমরাহ ভিসার মেয়াদ কমিয়েছে সৌদি আরব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসার মেয়াদ গণনা করা হবে ইস্যুর তারিখ থেকে, অর্থাৎ ভিসা ইস্যুর পর এক মাসের মধ্যেই যাত্রীকে সৌদি আরবে প্রবেশ করতে হবে। অন্যথায়, ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সংশোধিত এই বিধান আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
তবে সৌদি আরবে প্রবেশের পর ওমরাহযাত্রীদের অবস্থানকাল আগের মতোই তিন মাস থাকবে। এই অংশে কোনো পরিবর্তন করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং শহর দুটির চাপ নিয়ন্ত্রণে রাখতেই এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
চলতি বছরের জুন মাসে নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে ইতোমধ্যে ৪০ লাখেরও বেশি বিদেশি যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। মাত্র পাঁচ মাসে এত বিপুল সংখ্যক আগমন এবারের মৌসুমকে রেকর্ডসংখ্যক যাত্রীর মৌসুমে পরিণত করেছে। সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার জানিয়েছেন, গ্রীষ্ম মওসুম শেষে মক্কা ও মদিনার তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরাহযাত্রীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সেবার মান বজায় রাখার স্বার্থেই এই মেয়াদসংক্রান্ত পরিবর্তন আনা হয়েছে। সৌদি সরকার আশা করছে, নতুন বিধান কার্যকর হলে ওমরাহ ব্যবস্থাপনা আরও সহজ ও সুশৃঙ্খল হবে। ভিসা ইস্যুর পর সময়মতো নিবন্ধন না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, এ নিয়ম প্রয়োগে অনিয়ম রোধের পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।